Breaking News

ফিশিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হল উলুবেড়িয়ায়

অভিজিৎ হাজরা, হাওড়াঃ সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে ফিশিং ক্যাট ফেব্রুয়ারি। একই ভাবে উলুবেড়িয়া-১ ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ফিশিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হলো জলাভূমি ও বাঘরলের উপর আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে।

এদিন বাঘরলের ছবি সহ যোগে “বাঘরোল বাঁচাও” রাখি শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অতিথিদের পরিয়ে পরিবেশে বাঘরলের গুরুত্বের বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত ও সহ শিক্ষক শিক্ষিকা এবং সমাজকর্মী অতসী মণ্ডল।

About Prabir Mondal

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *