টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ ভোটের আগে কলকাতায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। তিনি লিলুয়া রেল কলোনি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আব্দুল মজিদ ওরফে মজিদকে বৌবাজার থানা এলাকার বিএন সরনির সেন্ট্রাল মেডিক্যাল ডিপার্টমেন্টের কাছ থেকে আটক করে এসটিএফ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৬টি দেশি বন্দুক এবং ১০০টি ৮ এমএম কার্তুজ উদ্ধার হয়। আব্দুল মজিদকে আদালতে তোলা হয়।
Tags district west bengal
Check Also
পাণ্ডবেশ্বরে দুঃসাহসিক ছিনতাই, বাইকের ডিকি ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুঃসাহসিক ছিনতাই! বাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ একজনকে …
Social