ভোররাতে আগুন লাগিয়ে একটি ধানের মড়াই ও তিনটি খড়ের পালুই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায়। মড়াই মালিক কুসুমগ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সৌমিত রেজ-এর অভিযোগ, বুধবার ভোর চারটে নাগাদ বয়স্ক মা বাড়ির খামার বাড়িতে মরাইয়ের আগুন জ্বলা দেখতে পান। তারপর মায়ের চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে জড়ো হয়ে পাশের পুকুর থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পাড়া-প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মড়াই এর থাকা সমস্ত ধান নষ্ট হয়ে যায়। প্রায় ৭০ হাজার টাকার ধান নষ্ট হয়েছে বলে দাবি করেছেন সৌমিত বাবু। পাশাপাশি এই রাতেই কুসুমগ্রামের অন্যপাড়ায় তিনটি খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান খড়ের পালুইয়ের মালিক নির্মল সাঁই, ফড়িং শেখ, মেহের বড়া খড়ের পালুইয়ের মালিকরা জানান, এইভাবে একই রাতে ধানের মরাই ও খড়ের পালুইয়ের আগুন লাগানোর ঘটনা আগে কোনোদিন ঘটেনি। এইরকম ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। আমাদের অনেক টাকার
খড় পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ। পালুই এবং ধানের মড়াই মালিকদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
Social