টুডে নিউজ সার্ভিসঃ নবদ্বীপের বিখ্যাত রাসযাত্রা। সেই রাসযাত্রা উপলক্ষ্যে শোভাযাত্রা বেরোয়। আর সেখানেই ঘটে গেল ভয়াবহ বিপত্তি। রাসযাত্রার শোভাযাত্রায় বড় শ্যামা মায়ের মূর্তি নিয়ে শোভাযাত্রা আচমকায় অগ্নিকাণ্ড। দাউদাউ করতে জ্বলতে থাকে মূর্তি। নিমেষের মধ্যে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাকে নিয়ন্ত্রণে আনার সুযোগটুকু পাননি কেউ। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা মূর্তিকে। শোভাযাত্রায় আসা অসংখ্য মানুষের চোখে ততক্ষণে জল। শুক্রবার থেকে শুরু হয়েছে নবদ্বীপের রাসযাত্রা। অগণিত মানুষের ভিড়। বহু মানুষের কাছে পবিত্র তীর্থভূমি হল এই নবদ্বীপ। বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হয় এখানকার রাসযাত্রা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শোভাযাত্রার জন্য যে জেনারেটের ব্যবহার করা হচ্ছিল তা থেকেই কোনও ভাবে আগুন ধরে যায়। কিন্তু কী সমস্যার জেরে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
স্থানীয়দের দাবি, নবদ্বীপের রাসযাত্রায় কে কত বড় মূর্তি তৈরি করবে তার একটা প্রতিযোগিতা থাকে। প্রতি বছরই বড় বড় মূর্তি তৈরি হয়। তবে যে ঘটনা ঘটেছে তা এর আগে কখনও হয়নি। এইভাবে শোভাযাত্রায় মায়ের মূর্তি পুড়ে যাচ্ছে, এমন ঘটনা কেউ চাক্ষুষ করেনি। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ।
Social