জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আগুনে ভস্মীভূত খড়ের পালুই। শনিবার রাতে ঘটেছে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের বুধপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত পালুই মালিক সিদ্ধেশ্বর কোনার, পঙ্কজ কোনাররা জানান, প্রায় ১৪ বিঘের জমির প্রায় ৪০ কাহনের মতো খর ছিল ওই পালুয়ে। আগুন লাগার ফলে সমস্ত খড়ই পুড়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ এবং ভাতার থেকে দমকলের একটি ইঞ্জিন। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে খড়ের পালুয়ের মালিক জানিয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। তার অভিযোগ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
খাস কলকাতায় বিস্ফোরণ
টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …
Social