জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের কালেশ্বর গ্রামে। পুড়েছে বাড়ির ঘরের চালের কাঠামো সহ সমস্ত জিনিসপত্র। বাড়ির মালিক শিবু দাস ও সরস্বতী দাস বলেন, আমার বসতবাড়ির তিনটে ঘর। আমরা বাড়িতে না থাকায়, আমার নাতি ও নাতবৌ গতকাল রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির নিচে ঘরে ঘুমোচ্ছিল, রবিবার রাতে নাতি ও নাতবৌ ঘুমন্ত অবস্থায় হঠাৎ শরীরের আগুনের গরম তাপ লাগায় ঘুম ভেঙে যাওয়ায় নিচে ঘর থেকে বেরিয়ে এসে দেখে ঘরের চাল দাও দাও করে জ্বলছে। চিৎকার করে পাড়া পড়শীদের ডেকে তুলে পাড়া-প্রতিবেশীরা বালতি করে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, দমকলকে খবর দিলে ভাতার থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে থাকা বিছানা পত্র আলমারি বাসনপত্র সব পুড়ে নষ্ট হয়ে গেছে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ি মালিকের। ওই বাড়ির মালিক পরের বাড়িতে কাজ করে কোনোরকমে দিন আনে দিন খাওয়া করে সংসার চালান। সরকারি সহযোগিতা পেলে খুবই উপকার হবে বলে জানান তিনি।
Tags burdwan district west bengal
Check Also
মন্তেশ্বরে দুয়ারে সরকার নিয়ে প্রস্তুতি বৈঠক
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নবম পর্যায়ে দুয়ারে সরকারের কর্মসূচি। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন …
Social