জোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বরের পানবড়েয়া এলাকায় তিন মাসের শিশুকে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই শিশুর মা মন্তেশ্বর থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন, অভিযোগ পেয়েই অভিযুক্তকে আটক করে শিশুটিকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামে।
ঝাড়খণ্ডের দুমকা এলাকার বাসিন্দা শিশুটির মায়ের অভিযোগ, ধান কাটা ঝাড়ার কাজ করতে দিন ছয়েক আগে মৃত শিশুর বাবা জেসাই মুর্মু মন্তেশ্বরের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানবড়েয়া গ্রামে আসেন। সঙ্গে করে তিনি রশ্মি মান্ডি নামে এক মহিলাকে আনেন। তাকে স্ত্রী পরিচয় দিয়ে পানবড়েয়া গ্রামে থাকছিল জেসাই। তবে জেসাই যেহেতূ বেশ কয়েক বছর ধরে পানবড়েয়া গ্রামে কাজে আসছেন তাই রশ্মি মান্ডি যে তাঁর স্ত্রী নয় সেটা কারোর বুঝতে অসুবিধা হয়নি। পানবড়েয়া গ্রামে অন্য মহিলাকে নিয়ে স্বামীর থাকার কথা কোনোভাবে রাসবেরি জানতে পারেন। তারপরেই তিন মাসের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বুধবার সাতসকালে ঝাড়খণ্ড থেকে সোজা মন্তেশ্বরের পানবড়েয়া গ্রামে চলে আসেন। অপর মহিলার সঙ্গে সম্পর্কের জন্য তাঁর সঙ্গে স্বামীর মনোমালিন্য হয়। স্বামীকে কাছছাড়া করতে রাজি না হওয়ায় সে স্বামীর সঙ্গে থাকতে শুরু করে। এদিন ভোরে শিশুকন্যাকে স্বামীর কাছে দিয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। ফিরে এসে দেখে কন্যা-সহ স্বামী উধাও। শেষপর্যন্ত জেসাইকে ধরে ফেলেন গ্রামবাসীরা। জেরার মুখে সে জানায় শিশুটিকে খুন করে সে পাশের খড়ি নদীর জলে ফেলে দিয়েছে।
খবর পেয়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় এলাকার জেলেদের নিয়ে পানবড়েয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়ি নদীর বিভিন্ন ঘাটে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানায় শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি জারি থাকবে। বৃহস্পতিবার শিশু দিবসের দিন ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুকন্যাকে খুনের দায়ে পুলিশ শিশুটির বাবা জেসাই মুর্মুকে গ্রেফতার করেছে। তাকে এদিন কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৫ দিনের রিমান্ডে নিয়েছে।
Social