Breaking News

লটারির দুর্নীতিতে কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় ইডি হানা

টুডে নিউজ সার্ভিসঃ সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ২০২৪ সালে যে তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠীকে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে। আদতে কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ীর সংস্থা ফিউচার গেমিং। এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের প্রায় ২০ টি ঠিকানায় গতকাল সকালে তেড়েফুঁড়ে অভিযানে নামে ইডি। ৬০ হাজার কোটি টাকার লটারি দুর্নীতি। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারীদের বিশেষ দল। এর মধ্যে রয়েছে সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেল নগর সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা।

About Prabir Mondal

Check Also

পোস্ট অফিস সহ একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর আরএস পোস্ট অফিসে রাতে তালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *