Breaking News

স্বাস্থ্য সাথী কার্ডে কোথাও মিলছে না পরিষেবা! অভিযোগে সরব রোগীর পরিবার

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ স্বাস্থ্য সাথী কার্ডে কোথাও মিলছে না পরিষেবা! অভিযোগে সরব ক্যান্সার আক্রান্তের পরিবার। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য নেই অর্থ, বাড়ির অবস্থা অথৈচ, নিজস্ব জমি বলতে নেই তেমন কিছুই, কোনোমতে টেনেটুনে সংসার চলে, আর্থিক ভাবে দুঃস্থ পরিবারের প্রধান মানিক রায়, বাড়ি ইন্দাস ব্লকের শাহীননাড়া গ্রামে। ক্যান্সারের মতো মরণাপন্ন রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা হয়নি সাত মাস যাবত। চিকিৎসা করাবার আশায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মানিক রায় ঘুরছেন এক হসপিটালে থেকে অন্য হসপিটালে কিন্তু সব হসপিটাল থেকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দিচ্ছে তাকে অতএব ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা হয়নি সেই মত, সে নিজে চেষ্টা করেছেন কিন্তু সেটা যে যথেষ্ট নয় সেটা বোঝেন তিনিও তাই তো মরিয়া চেষ্টা। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্য সাথী কার্ডে সু-চিকিৎসার ব্যবস্থা করেছেন তখন হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ফিরিয়ে দিচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না, এ বিষয়ে স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণ তিনি।

About Prabir Mondal

Check Also

কল সেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ফাঁদ! গ্রেফতার ২

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ অনলাইনে যৌনচক্রের ফাঁদ পেতে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২, ব্যাপক চাঞ্চল্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *