কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল। বৃহস্পতিবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ জানা যায় যে ওদিন ভোর রাতে ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তি কান্দা ও মাসোরা গ্রামের মাঝে জঙ্গল লাগুয়া একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক গুলি মধ্যে রয়েছে। আনুমানিক ৬ হাজার ৪০০টি জিলেটিন স্টিক। এই ঘটনায় এখন কাউকে গ্রেফতার হয়নি। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ।
Tags district west bengal
Check Also
সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …
Social