Breaking News

জবরদখল মুক্ত করতে জেসিবি নিয়ে অভিযানে নামল ডিএসপি

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের রামকৃষ্ণ এভিনিউতে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) জমি দখল করা অবৈধ নির্মাণ ভাঙতে জেসিবি নিয়ে অভিযানে নামল কারখানা কর্তৃপক্ষ (ডিএসপি)। এদিন ঘটনাস্থলে ডিএসপি-র আধিকারিক ও সিআইএসএফ বাহীনি এসে অবৈধভাবে গড়ে তোলা কংক্রিটের পাঁচিল সহ বেশ কিছু নির্মাণ চিহ্নিত করেন। সেগুলি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি বেশ কয়েকটি অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাটও ভেঙে দেওয়া হয়। ডিএসপি-র জমি দখল করে অবৈধ নির্মাণকারীরা ডিএসপি-র আধিকারিকদের বাঁধা দিতে আসলে বচসা শুরু হয়। ডিএসপি কর্তৃপক্ষ কোনো কথা না শুনেই অবৈধ নির্মাণ ভেঙে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ডিএসপি-র একজন আধিকারিক জানান, এই এলাকায় বসবাসকারীরা আমাদের জমি দখল হয়ে গিয়েছিলো। আমরা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম। তাঁতে নির্দিষ্ট দেওয়া সময় অতিক্রম করে যাওয়ায় পর ভেঙে দিয়ে জবরদখল মুক্ত করা হলো।

About News Desk

Check Also

খাস কলকাতায় বিস্ফোরণ

টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *