Breaking News

নারকেল ফাটিয়ে রাস্তা মেরামতের কথা ঘোষণা করলেও শুরু হয়নি আজও কাজ, রাস্তা সংস্কারের দাবিতে এবিভিপি-র অবরোধ

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বছর কয়েক আগে বিধায়ক নারকেল ফাটিয়ে রাস্তা মেরামতির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সে কাজ আজও শুরু হয়নি। গত পাঁচ বছর ধরে প্রাণ হাতে করে বেহাল সড়ক ধরে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে স্কুল পড়ুয়া সকলকেই। প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। পথ অবরোধে নামতেই প্রশাসনিক আস্বাস মিলল। কিন্তু বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের শুখাডালি থেকে তেলিজাত যাওয়ার সাড়ে চার কিলোমিটার রাস্তার হাল ফিরবে কী? উত্তরটা জানা নেই কারও।

বাম সরকারের আমলে জঙ্গলমহলে অনুন্নয়নের কথা বারবার শোনা গেছে বিরোধীদের মুখে। রাজ্যে পালাবদলের পর সেই বিরোধীরাই যখন মসনদে তখন খোদ মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে জঙ্গলমহলের ঢালাও উন্নয়নের কথা। কিন্তু গত ৫ বছর ধরে সেই উন্নয়নের বেহাল অবস্থার সাক্ষী বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের অন্যতম মাওবাদী প্রভাবিত এলাকা তেলিজাত সহ চার পাঁচটি গ্রাম। তেলিজাত গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম শুখাডালি তেলিজাত সড়ক। পাকা সেই রাস্তা বছর পাঁচেক আগে ভেঙে যায়। পিচ উঠে জায়গায় জায়গায় তৈরী হয় বড়বড় গর্ত। বারেবারে গ্রামবাসীরা দাবী জানানোয় ২০২০-২১ সালে তৎকালীন তৃণমূল বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ওই রাস্তা মেরামতির আস্বাস দেন। ঘটা করে নিজে হাতে নারকেল ফাটিয়ে রাস্তা মেরামতির কাজের সূচনাও করেন। কিন্তু মেরামতির কাজ আর শুরু হয়নি। গ্রামবাসীদের চাপে প্রশাসন কখনও সখনও ভাঙা পিচের রাস্তায় ১-২ ট্রাক্টর মোরাম দিয়েছে বটে কিন্তু রাস্তার হাল ফেরেনি। ফলে নিত্যদিন ওই রাস্তায় লেগে থাকে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে স্কুল পড়ুয়ার সাইকেল থেকে প্রসুতির এম্বুলেন্স। সরকারি এই টালবাহানার প্রতিবাদে ও দ্রুত রাস্তাটি মেরামতির দাবীতে আজ শুখাডালি মোড়ে পথ অবরোধ করেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির কর্মীরা। ঘন্টা খানেক অবরোধ চলার পর বিডিও অবরোধস্থলে এসে অবরোধকারীদের আস্বাস দেন। আশ্বাস ভরসা রেখে অবরোধ তুলেও নেয় এবিভিপি কর্মীরা। কিন্তু রাস্তা মেরামত কী আদৌ শুরু হবে, হলে কবেই বা শুরু হবে সেই কাজ জানেন না স্থানীয়রা। এবিভিপি অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছে এবার তেলিজাত শুখাডালি রাস্তা মেরামত করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।

About News Desk

Check Also

ফের দুর্ঘটনার বলি, ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়া পুরুলিয়া ৬০ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনার বলি এক। মঙ্গলবার সকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *