টুডে নিউজ সার্ভিসঃ নির্ঘন্ট প্রকাশের আগেই রাজনৈতিক দলগুলিকে আদর্শ নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দিল জাতীয় নির্বাচন কমিশন। আর কয়েকদিনের অপেক্ষা তার পরেই প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এই প্রথমবার তার আগেই জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য একটি উপদেষ্টা প্রকাশ করে মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে সতর্ক করেছে। উপদেষ্টা অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মডেল আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। চলতি মাসের শেষ দিকেই এই আদর্শ আচরণ বিধি (এমসিসি) কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
কমিশনের তরফে জারি করা উপদেষ্টাতে সমস্ত রাজনৈতিক দল, তাঁদের নেতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আদর্শ আচরণবিধি এবং আইনি কাঠামোর সীমাবদ্ধতার মধ্যে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, জোর দিয়ে বলা হয়েছে যে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি লংঘন করলে বা, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি লংঘন করলে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে, নির্বাচনী প্রচারণার সময় বা কোনো কিছু উদ্বোধনের সময় ইস্যুভিত্তিক বিতর্কে সংযম বজায় রাখতে দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে জাত, ধর্ম এবং ভাষার ভিত্তিতে ভোট চাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বা অন্য কোনো উপাসনালয়ের ভিত্তিতে নির্বাচনী প্রচার কর যাবে না। পাশাপাশি, এধরণের নিয়ম উলংঘনের জন্য অতীতে যাদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা যদি একই কাজের পুনরাবৃত্তি করেন তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পরিস্কার জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
