টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারের উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন। রবিবার সাত সকালেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ১৯নং জাতীয় সড়কের উপর ডিভিসি মোড়ের উড়ালপুলে। অল্পবিস্তর আহত চালক ও খালাসি। ঘটনাস্থলে পুলিশ। জানা গেছে, তারের বান্ডিল বোঝায় ট্রেলার ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের উপর উঠে যায়। ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাসি।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়রা জানান, “বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি। ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিচ দিয়েই চলে গেছে ১৯নং জাতীয় সড়ক। ট্রেলারটি ভর্তি না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই উড়ালপুলটির পরিকাঠামোর ঠিক নেই। সেই জন্যই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।”