Breaking News

শহরের কোন পথে কোন পুজো, গাইড ম্যাপ প্রকাশ বর্ধমান জেলা পুলিশের


টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হাতে গোনা আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই দুর্গা পূজার প্যান্ডেল, প্রতিমা সহ সমস্ত কিছুর প্রস্তুতি শেষ মুহূর্তের। ইতিপূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গা পূজা কমিটিগুলোকে গতবারের থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা।
সরকার ঘোষিত টাকা প্রদানের জন্য থানায় থানায় পুজো কমিটিগুলোর হাতে চেক প্রদান শুরু হয়েছে। সেই মর্মে শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শহর বর্ধমান এলাকার দুর্গাপূজা কমিটির হাতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হয়। পাশাপাশি শহরের কোন পথে কোন পুজো জেলা পুলিশের পক্ষ থেকে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সরকারি যে সমস্ত বিধি নিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয়। যেমন উচ্চ শব্দে ডিজে বাজানো এবং রাত্রে প্রতিটা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও বড় পুজো মণ্ডপে সিসিটিভি লাগানোর কথা বলা হয়।


পুলিশ সুপার আমনদীপ বলেন,  এবছর ৪ হাজারের মতো পুজো কমিটি সরকারি অনুদানের টাকা পাচ্ছে। যার মধ্যে বর্ধমান শহরেই ৩৩৫টি পূজো কমিটি পাচ্ছে অনুদানের টাকা। নতুন করে আরও আবেদন জমা পরেছে, অতিশীঘ্রই তাদের অনুদানের টাকা চলে আসবে। পুজো শান্তিপূর্ণ ভাবে করতে পুজো কমিটির কাছে সহযোগিতা আহ্বান করেন। এর পাশাপাশি পুজোয় কড়া পুলিশি নিরাপত্তার সাথে ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকছে। কেউ ডিজে বাজালে আইনি পদক্ষেপ নেবে জেলা পুলিশ।

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমনদীপ সহ অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, এসডিও তীর্থাঙ্কর বিশ্বাস সহ পুলিশ ও জেলাপ্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *