Breaking News

নেশাগ্রস্ত চালকের হাতে পুলকার! কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পড়ুয়া ভর্তি পুলকার যাচ্ছে দূরন্ত গতিতে। সেই পুলকার চালাচ্ছে মদ্যপ চালক, সন্দেহ হওয়ায় দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত এসবি মোড়ে সেই পুলকার থামায় ট্রাফিক পুলিশ। চালকের মুখে ব্রেথ অ্যানালাইসিস মেশিন দিয়ে করা হলো পরীক্ষা মদ্যপ প্রমাণ হতেই নেওয়া হলো আইনি পদক্ষেপ। ধৃত চালকের নাম শিব শঙ্কর টুডু, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে এসবি মোড় হয়ে কোকওভেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল। এসবি মোড়ের কাছে ওই পুলকারের চালককে সন্দেহ হতেই গাড়ি থামানো হয়। তারপরেই ব্রেথ অ্যানালাইসিস মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। চালক মদ্যপ অবস্থায় থাকায় পড়ুয়াদের বাড়িতে বাড়িতে নিরাপদে পৌঁছে দেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ।

About Prabir Mondal

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *