জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এক ট্রাক্টর চালককে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বোধন সাঁতরা, মন্তেশ্বর ব্লকের পুটশুরী গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত চারদিন আগে পুটশুরী পূর্বস্থলী রাস্তায় ধৃত পুটশুরী বাজার থেকে ট্রাক্টর নিয়ে সমষপুরের দিকে যাওয়ার সময় মন্তেশ্বর ব্লকের মোজারনগর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটা টোটোর সঙ্গে সংঘর্ষে টোটো চালক রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা আহত ওই টোটো চালককে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তার আঘাত গুরুতর থাকায় চিকিৎসকরা তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন। জানা যায় আহত টোটো চালকের নাম জব্বার শেখ, সে মন্তেশ্বর ব্লকের মোজারনগর গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় টোটো চালকের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করায় বৃহস্পতিবার সকালে পুটশুরী বাজার সংলগ্ন এলাকা থেকে ঐ ট্রাক্টর চালককে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ট্রাক্টর চালককে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।