টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের জামালপুর ব্লকে বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন জেলাশাসক আয়েশা রানী। তিনি রবিবার জোতশ্রীরাম অঞ্চলের কোরা ও শিয়ালী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন। ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসাবে চাল, আলু, মুড়ি, তেল ,হলুদ, নুন, লঙ্কা, বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন। এরই সঙ্গে পোশাক হিসাবে শাড়ি, চুড়িদার, বাচ্চাদের জামা, প্যান্ট, ফ্রক তুলে দেন। বাচ্চাদের চকলেট, বিস্কুট ও চিঁড়ে ভাজার প্যাকেট দেন। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিয় দাস, বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধক্ষ্য তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, তাবারক আলী মন্ডল, তপন দে সহ অন্যান্যরা।
জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে। প্রথম দিন তিনি এসেছিলেন জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায় এসেছিলেন আর আজ এলেন জোতশ্রীরাম অঞ্চলের কোরা ও শিয়ালি গ্রামে। তিনি সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং ত্রাণ বিতরণ করেন।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social