জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী-র উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ-এর সহযোগিতা বুধবার মালডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার মহিলা সহ প্রায় ১৫০০ জন অসহায় দুঃস্থ গরিব মানুষজনদের বস্ত্র ও প্রায় ১৫০ স্কুল ছাত্র ছাত্রীদের স্কুলের নতুন ব্যাগ বিতরণ করা হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার জিৎ পান, মেমারি দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হরিসাধন ঘোষ, মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের, মহিলা সহ শ্রমিক সংগঠনের ব্লক সভাপতিরা ও ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সদস্য সহ অন্যান্যরা। এই বস্তার বিতরণের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন।
