Breaking News

প্রতীক্ষার অবসান! ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা

টুডে নিউজ সার্ভিসঃ বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হল। এদিন ৫ টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার মধ্যে রয়েছে বাংলাও। এক্স হ্যান্ডেলে এখবর জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলার ধ্রুপদী ভাষার মর্যাদা আদায় করার চেষ্টা করছে রাজ্য সরকার। বাংলা ভাষার প্রাচীনত্ব নিয়ে নিজেদের দাবির সপক্ষে তিন খন্ডের গবেষণা পত্রও সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল।
ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে বাংলা ভাষার উৎকর্ষ ও গবেষণার অনেক নতুন পথ খুলে যেতে চলেছে। কেন্দ্রের কাছ থেকেও এব্যাপারে বিভিন্ন সহায়তা মিলবে। প্রতিবছর বাংলার দুজন বিশিষ্ট গবেষক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হবেন। বাংলাভাষা গবেষণার একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে। বাংলা ভাষা নিয়ে গবেষণা ও বাংলার মাধ্যমে শিক্ষাদানের জন্য ইউজিসি বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে অধ্যাপকের পদ তৈরি করবে। বাংলার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়া ভাষাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা হল ১১।

About Prabir Mondal

Check Also

মহাকুম্ভে সবচেয়ে সুন্দরী সাধ্বী

টুডে নিউজ সার্ভিসঃ জীবনে যখন ভগবানের ডাক আসে তখন মানুষ হয়ে ওঠে ঈশ্বরের সন্তান। তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *