টুডে নিউজ সার্ভিসঃ মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আইপিএস দেবাশীষ ধর। নির্বাচনের লড়াইয়ে তার নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রের জেলার সদর শহর সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে এসে পৌঁছন বিজেপি নেতা দেবাশীষ ধর। সেখান থেকে মঙ্গলবার তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন তিনি। তারাপীঠ মন্দির থেকে বেড়িয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে ৫১ পীঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশীষ ধর।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে “আইপিএস” অফিসারদের উদ্দেশ্যে বলেন বাংলায় ৫০-৬০ বছর ধরে যে সিস্টেম চলছে , আমাদের সরকারে আসলে এই পরিস্থিতি পরিবর্তন হবে। জুনিয়র ও সিনিয়ররা মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারবে। প্রশাসনিক সংস্কার হবে আমার উপর ভরসা রাখতে পারে।