টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১৯ বছরের যুবতীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার রাতে বর্ধমানের মেমারি থানার অন্তর্গত চাঁচাই নীলকুঠি এলাকায়। জানা যায় মৃতের নাম বন্দনা রায় (১৯)। জানা যায়, আনুমানিক ২ বছর আগে এলাকার এক মহিলা আয়ার কাজ দেয়ার নাম করে কলকাতার সোনাগাছিতে দেহ ব্যাবসার কাজ করায় বলে অভিযোগ। সেখানেই মৃত্যু হয় ওই বন্দনা রায়ের। কলকাতা থেকে বাড়িতে খবর দেয়া হয় যে, বন্দনা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়েছে খবর পেয়ে কলকাতায় পৌঁছায় তাঁর মা-বাবা। সোমবার মেমারীতে মৃত দেহ নিয়ে আসে এবং কলকাতা থেকে সাথে ৬ জন আসে। পরবর্তীতে তাদের আটকে রাখে এলাকার উত্তেজিত জনতা।
এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে খুন করা হয়েছে , ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানা পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী। পরবর্তীতে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসীরা। ইতি মধ্যেই অভিযুক্তদের মেমারি থানায় নিয়ে যায় পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি মেয়েটি কোনো কারণবশত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তার মৃত্যুর পিছনে তাদের কোনো হাত নেই।
Social