জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মাঠে চাষের জমি ট্রাক্টরের মাধ্যমে চাষ দিতে গিয়ে সাপের কামড়ে মৃত এক ট্রাক্টর চালকের। মৃত হাসান শেখ (৫৪) মন্তেশ্বর ব্লকের মাসডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে , ওই ট্রাক্টর চালক শনিবার মন্তেশ্বর ব্লকের দুয়ারী গ্রামের সুনীল ঘোষ নামে এক চাষির কাজে গিয়ে ওই চাষীর ট্রাক্টর নিয়ে দুয়ারী মাঠের জমিতে ট্রাক্টর চালিয়ে ধানের জমিতে চাষ দিচ্ছিল। তারপর জমির আলে দুপুরে খাওয়া-দাওয়ার পর ওই আলের উপর ঘুমিয়ে বিশ্রাম নেয় ট্রাক্টর চালক, বিশ্রাম নেওয়ার পর বিকালে আবার ট্রাক্টরের মাধ্যমে মাঠের জমির চাষের কাজ করে। সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার পর বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ওই ট্রাক্টর চালক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে বর্ধমান হাসপাতলে চিকিৎসার জন্য পাঠায়। শনিবার রাতে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Check Also
চ্যাম্পিয়ন পূর্বস্থলীর দীর্ঘপাড়া
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রবিবার সারারাত ব্যাপী মন্তেশ্বরের ভারুচা গ্রামের সৃজনী সংঘের পরিচালনায় ভারুচা খেলার মাঠে …
Social