Breaking News

ধেয়ে আসছে ডানা! গড়াবে না চাকা, বাতিল প্রায় ২০০ ট্রেন

টুডে নিউজ সার্ভিসঃ ঘূর্ণিঝড় ডানা আরও ঘনীভূত হয়ে পূর্ব ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৪ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে এই প্রবল ঝড় উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের আবহাওয়ার উপর প্রভাব ফেলছে। জায়গায় জায়গায় চলছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ডানার আসন্ন ল্যান্ডফলের পরিপ্রেক্ষিতে ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর তিন দিনের জন্য ১৭৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।


ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, নয়াদিল্লি-ভুবনেশ্বর এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, নয়াদিল্লি-পুরী এক্সপ্রেস, খড়গপুর-খোর্ধা এক্সপ্রেস, সম্বলপুর-পুরী এক্সপ্রেস এবং রৌরকেল্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস।
ট্রেন নং ১৭০১৬ : সেকেন্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর – ২৩.১০.২৪
ট্রেন নং ১২৮৪০ : চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া – ২৩.১০.২৪
ট্রেন নং ১২৮৬৮ : পুদুচেরি থেকে হাওড়া – ২৩.১০.২৪
ট্রেন নং ২২৮২৬ : চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার – ২৩.১০.২৪
ট্রেন নং ২২৮৭৫ : বিশাখাপত্তনম থেকে দিঘা – ২৪.১০.২৪
ট্রেন নং ১২৮৪২ : চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া – ২৪.১০.২৪
ট্রেন নং ২২৮০৮ : চেন্নাই সেন্ট্রাল থেকে সাঁতরাগাছি – ২৪.১০.২৪
ট্রেন নং ১৮০৪৬ : হায়দরাবাদ থেকে হাওড়া – ২৩.১০.২৪
ট্রেন নং ০৬০৯৫ : তাম্বারাম থেকে সাঁতরাগাছি – ২৪.১০.২৪
ট্রেন নং ১২২৪৬ : বেঙ্গালুরু থেকে হাওড়া – ২৪.১০.২৪
ট্রেন নং ১২৭০৪ : সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া – ২৩.১০.২৪
ট্রেন নং ২২৮৮৮ : বেঙ্গালুরু থেকে হাওড়া – ২৩.১০.২৪
ট্রেন নং ০৩৪২৯ : সেকেন্দ্রাবাদ থেকে মালদা টাউন – ২৩.১০.২৪
ট্রেন নং ১২৮৬৪ : যশবন্তপুর থেকে হাওড়া – ২৩.১০.২৪
ট্রেন নং ০৬০৮৭ : তিরুনেলভেলি থেকে শালিমার – ২৩.১০.২৪
ট্রেন নং ১২০৭৫ : ভুবনেশ্বর থেকে হাওড়া – ২৫.১০.২৪
ট্রেন নং ২২০২ : পুরী থেকে শিয়ালদহ – ২৪.১০.২৪
ট্রেন নং ১২৮৩৮ : পুরী থেকে হাওড়া – ২৪.১০.২৪
ট্রেন নং ১২৮৯৬ : পুরী থেকে শালিমার – ২৪.১০.২০২৪
ট্রেন নং ১৮৪১০ : পুরী থেকে শালিমার – ২৪.১০.২০২৪
ট্রেন নং ১২২৭৮ : পুরী থেকে হাওড়া – ২৫.১০.২৪
ট্রেন নং ১২৮২২ : পুরী থেকে শালিমার – ২৫.১০.২৪
ট্রেন নং ১৮০৪৪ : ভদ্রক টু হাওড়া – ২৫.১০.২০২৪
ট্রেন নং ০৮০৬৪ : ভদ্রক থেকে খড়গপুর – ২৪.১০.২৪
ট্রেন নং ১২০৭৫ : ভুবনেশ্বর থেকে হাওড়া – ২৪.১০.২৪
ট্রেন নং ১২৮২২ : পুরী থেকে শালিমার – ২৪.১০.২৪
ট্রেন নং ১২২৭৮ : পুরী থেকে হাওড়া – ২৪.১০.২০২৪
সেই পরিস্থিতিতে রেলের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। খোলা হচ্ছে জরুরি কন্ট্রোল রুম। যাতে লাইনে জল না জমে, সেজন্য গুরুত্বপূর্ণ জায়গায় পাম্প বসানো হচ্ছে। বিদ্যুৎ চলে গেলেও যাতে ট্রেন পরিষেবা ব্যাহত না হয়, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আপাতত দক্ষিণ-পূর্ব রেলের তরফে আলাদাভাবে কিছু জানানো হয়নি।

About Prabir Mondal

Check Also

রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যে ছয় কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সিতাই কেন্দ্র থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *