Breaking News

বর্ধমান আদালত চত্বরে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও যুবক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রীতিমতো ফিল্মি কায়দায় বর্ধমান জেলা আদালতের গেটের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে শুক্রবার পাকড়াও করে পুলিশ। ধৃতকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় আইনজীবী মহলে। আদালতের নিরাপত্তা নিয়েও চিন্তিত আইনজীবীরা। ধৃতের নাম শেখ রেজ্জাক (২৮)। সে কলকাতার ট্যাঙরা থানা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি নাইন এম.এম পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সে বর্ধমান আদালতে এসেছিলো তার পুরাতন বন্ধু ডাকাতির ঘটনায় অভিযুক্ত ফিরজ খান, অজয় দাসের সঙ্গে দেখা করতে। তারা বর্তমানে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগাড়ে বন্দী রয়েছে এবং শুক্রবার তাদের ডাকাতির কেসে আদালতে নিয়ে আসা হয়েছিল।

ধৃত রেজ্জাক জানিয়েছে, তার যাবজ্জীবন সাজা হয়েছে এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছে সে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ। আরও তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বর্ধমান থানায় খবর আসে শেখ রেজ্জাক নামে কলকাতার এক কুখ্যাত দুষ্কৃতী বর্ধমান আদালত চত্বরে রয়েছে। পুলিশের বিশেষ বাহিনী আদালতের পাশে টাউন স্কুলের সামনে থেকে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসা রেজ্জাককে গ্রেপ্তার করে।

এদিন রেজ্জাককে ধরতে পুলিশকে রীতিমতো ধস্তাধস্তি করতে হয়, তখনই তার পকেটে থাকা আগ্নেয়াস্ত্রটি বার করার চেষ্টা করলে পুলিশ কর্মীরা তা ছিনিয়ে নেয়। তারপরই তাকে আটক করে বর্ধমান থানা নিয়ে আসে এবং শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠায়।

এই বিষয়ে বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সঞ্জয় ঘোষ জানান, কোর্ট চত্বরের ভেতরে এইরকম আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরা খুব আতঙ্কের ব্যাপার‌। ওই ব্যক্তি সারাদিন কোর্ট চত্বরের ভেতরে ঘোরাঘুরি করেছে।তিনি আরও বলেন আমরা জানতে পারলাম এই ব্যক্তি এক সাজাপ্রাপ্ত আসামী সাজা খেটে ইনি কোর্ট থেকে বেরিয়েছে।

About Prabir Mondal

Check Also

বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা

টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *