টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোমবার পূর্ব বর্ধমানের ভাতার থানার বনপাশ কামারপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ এবং আটক করে অভিযুক্তকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতারের বনপাশ কামারপাড়া এলাকার এক যুবকের সঙ্গে বিগত পাঁচ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ঐ এলাকারই বছর ত্রিশের এক গৃহবধূ। তাঁর দুটি সন্তান রয়েছে। সোমবার দুজনেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সোনাদানা ও টাকা পয়সার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ঐ গৃহবধূ। কিন্তু জামা কাপড়ের ব্যাগ আনেননি সে । পুনরায় বাড়িতে ঐ ব্যাগ আনতে যাওয়ার সময় ভাতারের কামারপাড়া শালতোর মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। মুক্ত মঞ্চের পাশে একটি গলিতে ঐ যুবকের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে এলোপাতাড়ি কোপ মেরে পালিয়ে যায়। এরপরেই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ভাতার থানার পুলিশের তৎপরতায় আধ ঘন্টার মধ্যেই অভিযুক্ত যুবককে আটক করে।
Social