জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কোজাগরী লক্ষ্মীপূজো উপলক্ষে মন্তেশ্বর চামুণ্ডা মাতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মন্তেশ্বর গ্রামের চামুণ্ডা মন্দির প্রাঙ্গনে খেলার মাঠে জেলার বিভিন্ন ব্লকের ১৬ টি দলের এক রাত্রি ব্যাপি একটি শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এই টুর্নামেন্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নবগোপাল হাজরা, শচীন সিংহ রায়, হারাধন মূখার্জি, খোকন রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলার উদ্যোক্তারা জানান, এই শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট এ বছর ১৫তম বছরে পদার্পণ করে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আনন্দ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে মাঠ মুখি করার জন্যই এই খেলার মূল লক্ষ্য।
এই দিনের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় মন্তেশ্বর ব্লকের কামরা আদর্শ সংঘ একাদশ এবং পূর্বস্থলী ব্লকের নিমার ক্রিকেট একাদশ । ফাইনালে নিমার একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে কামরা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৮৫ রান করে। জেতার জন্য নিমার একাদশকে টার্গেট দেওয়া হয় ৮৬ রানে। দ্বিতীয়ার্ধে নিমার একাদশ ব্যাট করতে নেমে খেলার নির্ধারিত ৬ ওভারের ১ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে টার্গেট ৮৬ রান করে চ্যাম্পিয়ন হয়। এই খেলায় ম্যান অফ দা সিরিজ হয় কামরা ক্রিকেট দলের রাকেশ বৈরাগ্য। ম্যান অফ দা ম্যাচ হয় চ্যাম্পিয়ন নিমার ক্রিকেট একাদশ দলের বাবিন ঘোষ।
