টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ গলায় ফুলের মালা, মাথায় টোপর, কপালে চন্দনের ফোঁটা। দুই হাতের মেহেদির সুবাস এখনও শুকায়নি। তবে দুজন কোনো বিয়ের মঞ্চে নেই, রয়েছেন ভোটকেন্দ্রে। বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি ভোট দিতে গেছেন তারা।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে জম্মু-কাশ্মীরের উধমপুরে প্রথম দফার ভোটে এমনই দৃশ্যের দেখা মেলে। বাশি বিয়ে শেষ করেই ভোটকেন্দ্রে হাজির হন নবদম্পতি।
ওই বর-কনের নাম শুভঙ্কর ইন্দর এবং সুতপা সেন। তারা দুজনেই জলপাইগুড়ির বাসিন্দা। নববধূর ভোটকেন্দ্র জলপাইগুড়ি শহরের সেন পাড়ায়, আর বরের ভোটকেন্দ্র সোনাউল্লা স্কুলে। বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে হয়। পরে শুক্রবার ভোরেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই বরের বাড়িতে না গিয়ে সরাসরি ভোটকেন্দ্রে যান তারা। অন্যদের মতোই বিয়ের সাজপোশাকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা।
বর শুভঙ্কর ইন্দর বললেন, ভোটদান আমাদের অধিকার। ফলে একেই অগ্রাধিকার দেওয়া উচিত। শুধু শুভঙ্কর নয়, শাহিল এবং রাধিকাও উধমপুরের একটি স্কুলে বিয়ের পোশাকেই ভোট দিতে চলে আসেন।
Social