Breaking News

বাঁকুড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ পাড়ায় হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানি, পরিচিতর সামনেই কলেজ ছাত্রীকে হেনস্থার ঘটনা ঘটল সোমবার বিকালে বাঁকুড়ার বেলিয়াতোড়ে। গ্রামবাসীদের তাড়ায় বাইক ফেলে চম্পট দেয় ৩ যুবক। পরে বাইক নিতে এলে অভিযুক্তদের ২ সঙ্গীকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ পরে এর পরই নির্যাতিতা কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার বেলিয়াতোড় থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, সোমবার বিকেলে পরিচিত মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। ৩ যুবক বাইক থামিয়ে ছাত্রীর মোবাইল ফোনের নম্বর চায়। কলেজ ছাত্রীটি ফোন নম্বর দিতে না চাওয়ায় ওই তিন যুবক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই সময় কলেজ ছাত্রীর সঙ্গে থাকা মহিলা চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। বেগতিক বুঝে দুস্কৃতীরা নিজেদের বাইক ফেলে ছুটে পালিয়ে যায়। গ্রামবাসীরা বাইকটি উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। রাতের দিকে দুস্কৃতীদের ২ সঙ্গী বাইকটি গ্রামে নিতে এলে গ্রামবাসীরা তাদের আটকে রাখে। পরে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। পুলিশের আশ্বাসে ঘন্টা দুয়েক পর বিক্ষোভ ওঠে। শ্লীলতাহানীর ঘটনায় কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সরিফুল মণ্ডল-কে গ্রেফতার করে বেলিয়াতোড় থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই দুস্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপর দুই অভিযুক্তর ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে স্বতঃপ্রণোদিত একটি মামলা পুলিশের তরফেও রুজু করা হয়েছে। আটক ২ জন এই ঘটনায় যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

About News Desk

Check Also

হাওড়া-শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা

পারিজাত মোল্লাঃ সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে শনিবার বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা সদর আদালত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *