Breaking News

মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের হামার গ্রামে। মৃত শিশুর নাম সুশীলা মান্ডি (৭)। সে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। জানা যায়, মৃত শিশুর বাড়ির পাশেই বিশাল আকার গর্ত করে মোরাম খাদান খনন করা হয় বেশ কয়েক বছর আগেই।
বৃষ্টির জলে এই খাদানের গর্তটি ভরাট হয় যায়। সেখানেই রবিবার দুপুরে স্নান করতে যায় ঐ দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

মিনিট পাঁচের ব্যবধানে ওই শিশুর মা সেখানে যান। কিন্তু বাচ্চাটিকে দেখতে পাননি। তারপর তিনি গ্রাম বাসিন্দাদের ডাকাডাকি করেন। গ্রামবাসীদের প্রায় আধঘন্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় খাদানের গভীর জল থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে।

এরপর চিকিৎসার জন্য বাচ্চাটিকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে।

গ্রামবাসীরা অভিযোগ করেন এই খাদান থেকে মোড়াম তুলে নেওয়ার পর মাটি দিয়ে ভরাট করে দিলে হয়তো আজকে এই শিশুর প্রাণ হারাত না। এই মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ এবং বিষ্ণুপুর জেলা হাসপাতালে শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়।

About News Desk

Check Also

খাস কলকাতায় বিস্ফোরণ

টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *