টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হিন্দি ভাষাভাষী মানুষজনের একটা বড় উৎসব ছট পুজো। এই ছট পূজা উপলক্ষে বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুর এলাকায় হিন্দি ভাষাভাষীর মানুষজন এই পুজোর আয়োজন করেন। কালী পুজোর কিছুদিন পরে তিথি অনুযায়ী এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। গাংপুর দিঘীরপাড় অ্যাথলেটিক ক্লাব প্রত্যেক বছরের মতো এবছরও আয়োজন করেন বালিপুকুর সংস্কার করে ছট পুজোর। এদিন আশপাশ এলাকা থেকে বহু মানুষজন পুজো নিয়ে হাজির হন এবং দেখতে আসেন। বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার আগে ছটি মাতার পুজোর সারেন এবং শুক্রবার সকালে সূর্যোদয় হওয়ার আগে আবার পুজো সারবেন তারা।
পাশাপাশি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য শক্তিগড় থানার পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন উপস্থিত হন এলাকার স্থানীয় বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। উদ্যোক্তা জানান, অন্যান্য বছরের তুলনায় গাংপুর দিঘীরপাড় বালিপুকুরে এবছর ভিড় ছিল অনেকটা বেশি। এই পুজো এখন শুধু গাংপুরের মধ্যে সীমাবদ্ধ নেই আশপাশের এলাকা থেকেও বহু মানুষ উপস্থিত হচ্ছেন আর এই গাংপুরের দিঘীরপাড় এলাকায় সব ধর্মের মানুষের বসবাস তাই এই উৎসব আজ সর্বধর্মের উৎসব এলাকায়।
Social