টুডে নিউজ সার্ভিসঃ ফাস্ট্যাগ, পার্সোনাল ফাইন্যান্স, বিনিয়োগ স্কিম এছাড়াও অন্যান্য অর্থ-সম্পর্কিত বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। জেনে নেওয়া যাক ১ এপ্রিল থেকে কী কী পরিবর্তন ঘটবে।
ফাস্ট্যাগ : আপনি যদি আপনার ফাস্ট্যাগ কেওয়াইসি না করে থাকেন তবে আজই সম্পন্ন করুন,কারন ৩১ মার্চের পরে, ব্যাঙ্কগুলি কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগগুলি কালো তালিকা ভুক্ত করবে। এর পরে ফাস্ট্যাগে ব্যালেন্স থাকা সত্বেও পেমেন্ট করা যাবে না। আপনাকে দিতে হবে দ্বিগুন টোল্ট্যাক্স।
এনপিএস ব্যবস্থায় পরিবর্তন : জাতীয় পেনশন ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে। এনপিএস গ্রাহকদের আধার যাচাই করণ এবং মোবাইলে প্রাপ্ত ওটিপির মাধ্যমে করতে হবে লগইন।
আধার : আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৪। নিয়ম না মানলে বাতিল হয়ে যাবে প্যান নম্বর।
এসবিআই ক্রেডিট কার্ড : ১ এপ্রিল,২০২৪ থেকে এসবিআই ক্রেডিট কার্ডে আপনি যদি রেন্ট পেমেন্ট করেন,তাহলে আপনাকে কনো পুরস্কার পয়েন্ট দেওয়া হবে না।*
Social