জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের পাতুন মিলন বিথীর সংঘের পরিচালনায় উর্মিলা সামন্ত ও নিশাপ্রতি চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি ফুটবল প্রতিযোগিতা পাতুন ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের ১৬টি টিম নিয়ে তিন মাস ব্যাপী চলা খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন এলাকার প্রধান শ্যামলী খাঁ, উপপ্রধান মকদম সেখ বিশিষ্ট খেলা ক্রীড়াপ্রেমী ধনঞ্জয় সামন্ত, এলাকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিরা। খেলার উদ্যোক্তা দেবরাজ ভট্টাচার্য জানান, এবছর ৪০তম বছরে পড়েছে এই ফুটবল প্রতিযোগিতার। খেলা দেখতে মাঠে খেলাপ্রেমী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে এলাকার যুবক তথা খেলোয়ারদের মাঠ মুখি করার জন্যই এই খেলার প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। ফাইনাল খেলা উদ্বোধনী সংগীত, মহিলা ব্যান্ড বাজিয়ে মশাল দৌড় সহ পায়রা উড়িয়ে খেলা সূচনা হয়।
এদিন ফাইনালে মুখোমুখি হয় কাটোয়া এইট ব্রাদার্স একাদশ বনাম মন্তেশ্বরের দেওয়ানিয়া কিসকু একাদশ। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারে না দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত কাটোয়া এইট ব্রাদার্স একাদশ একটি গোল করে, দেওয়ানিয়া কিসকু একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা সিরিজ হয় চ্যাম্পিয়ন কাটোয়া দলের পলাশ সেখ ও ম্যান অব দ্যা ম্যাচ হয় ওই চ্যাম্পিয়ন কাটোয়া দলের পলাশ মুর্মু।
Tags burdwan district west bengal
Check Also
দুই পরিবারের অশান্তির শিকার নাবালিকা, গোপনাঙ্গে একাধিক আঘাত
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পোষ্য কুকুরে ফুলকপির জমি নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের …
Social