Breaking News

নামেই কড়া আইন, কেন্দ্রের বঞ্চনার শিকার দেশের ক্ষুদ্র শিল্প ! আটকে ৩২০০ কোটিরও বেশি অর্থ

টুডে নিউজ সার্ভিসঃ বিপুল পরিমান প্রাপ্য অর্থ না মেলায় ধুঁকছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই। খেলাপ হচ্ছে আইনের। নরেন্দ্র মোদীর দ্বিতীয় সরকারের সময়ই আইন করে কেন্দ্র জানিয়ে দিয়েছিল, কোনও বড় সংস্থা যদি অর্ডার রিলিজের ৪৫ দিনের মধ্যে ছোট সংস্থার বকেয়া না মেটায়, তাহলে তারা আয়কর আইনে ছাড় পাবে না। কিন্তু, আশ্চর্যের বিষয় হল, কেন্দ্র নিজেই ছোট শিল্প সংস্থা থেকে কোটি কোটি টাকার জিনিস কিনে তার বিল মেটাচ্ছে না।

তথ্য বলছে, দেশের নানা প্রান্তে প্রায় ৪ হাজার ৩০০ ছোট শিল্প সংস্থার টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক বা তাদের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই তালিকায় আছে রেলও। আটকে রাখা এই টাকার অঙ্ক ৩ হাজার ২০০ কোটিরও বেশি।

নানা অজুহাতে দেশের ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পের বকেয়া অর্থ তারা আটকে দিচ্ছে। যার ফলে নতুন করে লগ্নিতে টান পড়ে ছোট সংস্থাগুলির। কমতে থাকে কার্যকরী মূলধন। শিল্পমহল বলছে, দিনের পর দিন প্রাপ্য না মিটিয়ে খোদ সরকারই যেখানে বকেয়ার পাহাড় তৈরি করেছে, সেখানে এই আইন প্রহসন ছাড়া কিছুই নয়।

About News Desk

Check Also

চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *