টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপন। রবিবার দুর্গাপুর নগর নিগমে তথ্য সংস্কৃতি দপ্তরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নাম্বালাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সদস্যরা। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে সুবীর চট্টোপাধ্যায় বলেন,”এতদিন আমরা বিভিন্ন জায়গায় চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছি। চোখের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি। এবার আমাদের লক্ষ্য প্রথম শ্রেণীর বহির্বিভাগ পরিষেবা চালু করা। উপকৃত হবেন বহু প্রান্তিক স্তরের মানুষ। জেলাশাসকও আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।”
