দেবনাথ মোদক, বাঁকুড়াঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই হাতে এসে যাবে ফল। রাত পোহালেই শুরু হয়ে যাবে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। ওই ছয় কেন্দ্রের মধ্যেই রয়েছে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা। তালডাংরা বিধানসভার উপনির্বাচনের গণনা হবে সিমলাপালের মদনমোহন উচ্চ বিদ্যালয়ে। ভোট গ্রহণের পরের দিন থেকেই কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে সমস্ত ইভিএম, ভিভি প্যাট মেশিন।
শুক্রবার সকাল থেকেই গণনা কেন্দ্র সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ে প্রশাসনের আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে জোরদার করা হয়েছে।
২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভা থেকে জয়ী হয়েছিল। বিধায়ক অরূপ চক্রবর্তী সাংসদ হয়ে যাওয়ায় এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। গত ১৩ নভেম্বর এলাকার ভোটাররা তাদের মত দান করেছেন।
উপনির্বাচনে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস ও একজন নির্দল প্রার্থী-সহ মোট পাঁচজন এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তবে সব দলই গণনার ফলাফলের আগে জয়ের ব্যাপারে আশাবাদী। প্রতিটি দলের পক্ষ থেকেই গণনার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মূলত ২৬ এর বিধানসভা ভোটকে লক্ষ্য রেখেই উপনির্বাচনে ভোটে লড়া। তবে আরজি কর ইস্যুতে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে বলে দাবি সিপিএম নেতৃত্বের। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার জন্যই তৃণমূল কংগ্রেসের ভোট কমবে বলে আশাবাদী বামেরা। প্রধান বিরোধীদল বিজেপির দাবি, তালডাংরা বিধানসভার নির্বাচনে তাদের জয় একেবারে নিশ্চিত। কারণ আরজি কর কাণ্ডের প্রতিবাদের ছাপ মানুষ ইভিএমে রেখেছেন বলে বিজেপির দাবি।
তবে তৃণমূলের গলায় একেবারে উল্টো সুর। নেতারা বলছেন, তৃণমূল জয়ের ব্যাপারে ভাবছে না, জয়ের ব্যবধান কতটা বেশি হবে সে নিয়েই ভাবনা। তৃণমূলের দাবি পশ্চিমবাংলার মাটি বিজেপির কাছে দুর্জয় ঘাঁটি হয়েই রয়ে যাবে। পাশাপাশি সিপিএমের কোনো অস্তিত্ব থাকবে না বলে দাবি দলের নেতাদের। তবে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন দল শেষ হাসিটা কে হাসে!