টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তালিকায় স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন ২০২২ সালে জেলায় জেলায় পুজোর কার্নিভাল হবে। সেই মোতাবেক পুজোর কার্নিভাল শুরু হয়। কলকাতা রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল শুরু করেন মমতা, সেই কার্নিভালই জেলায় জেলায় অনুষ্ঠিত হয়। এই কার্নিভালে সুউচ্চ প্রতিমা আর আলোর কারসাজি দেখতে বহু মানুষ হাজির হন।
পূর্ব বর্ধমানে এবছর তৃতীয় তম বর্ষে এই পুজোর কার্নিভাল। সোমবার এই পুজোর কার্নিভালে অংশগ্রহণ করে শহরের ২৮টি পুজো কমিটি। যা প্রথম বছরে ৩৩টি পুজো কমিটি অংশ নেয় এবং দ্বিতীয় বছরে ২৭ টি।
এই কার্নিভাল শহর বর্ধমানের বড়োনীলপুর মোড় থেকে শুরু হয়ে বর্ধমান স্টেশন পর্যন্ত যায় এবং কার্জন গেটের সামনে বিভিন্ন পুজো কমিটিগুলি তাদের ভাবনা-শিল্প কলা সহ দেবী দুর্গার মূর্তি প্রদর্শন করে। কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দি ছবির অভিনেত্রী মহিমা চৌধুরী ও প্রখ্যাত খলনায়ক গুলসন গ্রোভার। এছাড়াও মূল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ বহু বিশিষ্ট জনেরা।
Social