টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ২০২৪-২০২৫ আর্থিক বর্ষের খসড়া বাজেট পেশ হলো শুক্রবার বর্ধমান পৌরসভার কনফারেন্স হলে। এদিনের এই বাজেট পেশে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, বিধায়ক খোকন দাস সহ অনান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান, এই বাজেটটা বর্তমান বোর্ডের দ্বিতীয় বাজেট। এবারে বর্ধমান পৌর উৎসবে আয় হয়েছে ৫৬ লক্ষ টাকা। সেই টাকা ব্যয় হবে অনুষ্ঠান বাড়ি তৈরিতে, কারন পৌরসভার আয় দরকার প্রত্যেক মাসে পৌরসভার বিভিন্ন খাতে খরচ হয় ৪ কোটি টাকা, এছাড়াও বর্ধমান পৌরসভার অন্তর্গত নির্মল ঝিল শ্মশানের সৌন্দর্যায়ন করা হয়েছে, পাশাপাশি দিঘা ও পুরিতে পর্যটকদের জন্য হলিডে হোমের চিন্তাভাবনা রয়েছে। তিনি আরও জানান, বর্ধমান পৌরসভার উৎসব ময়দানটিকে মেলা বন্ধন করার জন্য চারিদিকে প্রাচীর সহ মূল প্রবেশদ্বারটিকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও শহরে কি কি উন্নয়ন করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে এবং কত ব্যয় হয়েছে সমস্ত দিক তুলে ধরেন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার।
