Breaking News

বর্ধমান-২ ব্লকের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার বর্ধমান শহরের গোদার মাঠে এই প্রশাসনিক সভা করবেন। এই সভা থেকে তিনি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একাধিক প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করবেন।

প্রশাসনিক সূত্রে তথ্য পাওয়া অনুযায়ী, পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী তা দেখে নেওয়া যাক –
উদ্বোধন :
১) বর্ধমান-২ ব্লকে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাবলিক হেলথ ইউনিট, ২) বর্ধমান-২ ব্লকের কল্যাণপুর মোড় থেকে দাস পাড়া পর্যন্ত, গঞ্জ গ্রাম বর্ধমান-কালনা রোড থেকে কোরিয়া-সাহাপুর গ্রাম পর্যন্ত, নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের অনন্ত গুপ্তর বাড়ি থেকে বোধন রাজমলের বাড়ি পর্যন্ত ও কুরমুন-২ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধদেব মূমুর বাড়ি থেকে বাগনাপাড়া আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা উদ্বোধন, ৩) বর্ধমান-২ ব্লকে বর্ধমান আলিশা বাসস্ট্যান্ডে ব্যাঙ্কোয়েট হল পুন:উন্নয়ন, ৪) বর্ধমান-২ ব্লকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সোনাকুর গ্রামে চাঁদ নদীর উপর সেতু

শিলান্যাস :
১) বর্ধমান-২ ব্লকে গঞ্জ মোড় থেকে এন এইচ-২ রিলায়েন্স পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তা, ২) বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের সিলা পাড়া আদিবাসী গ্রামে ও বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের নন্দনকানন হরিচাঁদ মন্দির সংলগ্ন এলাকায় নিকাশী ব্যবস্থা সহ রাস্তা, ৩) বর্ধমান-২ ব্লকে নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া ফুটবল ময়দানে কমিউনিটি হল, ৪) বর্ধমান-২ ব্লকে জাহের থানে ১টি গেষ্ট হাউস।

About Prabir Mondal

Check Also

সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *