টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার বিকালে বর্ধমানের টাউনহলের সামনে জিটি রোডে প্রতীকি অবরোধ করে বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। অবরোধের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। কারন তিনিই পুলিশ মন্ত্রী আবার তিনিই স্বাস্থ্যমন্ত্রী। এই পথ অবরোধের জেরে যান চঞ্চল বেশ কিছুক্ষণ আটকে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
মূলতঃ আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদে প্রতিটি বিধানসভায় বিজেপি অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এবং অপরাধীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে এই আন্দোলন জারি থাকবে বলে জানান পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ তা। তিনি বলেন এর বিচার দেখে ছাড়বে, তাদের মূল দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
Social