টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার ফালাকাটা থানার পুলিশ ও কলকাতার এসটিএফ-এর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমান ব্রাউন সুগার সহ নগদ ২০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় ২০ লক্ষ টাকা সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও একটি গাড়ি, বাইক সহ অন্য সামগ্রীও উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ও এসটিএফ দুলাল দোকানে হানা দেয়।
সেখান থেকে ৫ কেজি ২০০ গ্রাম ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক এবং প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। ঘটনায় অভিযুক্তদের শনিবার আলিপুরদুয়ার এনডিপিএস কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে তিন জন মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। এরা হলেন মাসিদুল হক(২০), মইদুল ইসলাম (২৪) এবং আবুল কালাম আজাদ(৪৬)। বাকি দু’জন কোচবিহার জেলার পুন্ডিবাড়ির বাসিন্দা। এই দু’জন হলেন সাদ্দাম হোসেন(২৯) এবং হাফিজুল রহমান(৩২)।