Breaking News

বজ্রপাতে কাড়ল প্রাণ, চাষ করতে গিয়ে বিষ্ণুপুরে মৃত্যু কৃষকের

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ জমিতে চাষ করতে গিয়ে বিপত্তি। বজ্রপাত কাড়ল প্রাণ। বিষ্ণুপুরে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল কৃষকের। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

বাঁকুড়ায় জমিতে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। মৃত কৃষকের নাম বসন্ত লোহার (৫৯), বাড়ি বিষ্ণুপুর থানার মোলকারি গ্রামে।স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে চারটের সময় গ্রামের পাশেই চাষাবাদ করতে যায় ওই কৃষক। তখনই এলাকায় মুষলধারে বৃষ্টি সহ বজ্রপাত হয়। সেখানেই আচমকাই বজ্রপাতে জমির পাশের আলে মাটিতে লুটিয়ে পড়ে ওই কৃষক। সেখানেই তাঁর মৃত্যু হয়। তার মৃতদেহ দীর্ঘ সময় জমির পাশে পড়েছিল। দীর্ঘক্ষণ ওই কৃষক বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য সহ স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে দেয় বিভিন্ন প্রান্তে। রাত আটটা নাগাদ স্থানীয়রা দেখতে পান ওই কৃষক পড়ে রয়েছে জমির পাশের আলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি মৃতদেহ ময়না তদন্ত করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে।
পুজোর মুখে ঘাটাল-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। উত্তরেও ভয় ধরাচ্ছে তিস্তা। তার মধ্যেই ফের নিম্নচাপের চোখরাঙানি। যার জেরে রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে রাজ্য। তবে আশার কথা, এখনও অবধি পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি ও দুই ২৪ পরগনায় তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। তবে রবিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও, হাওয়া অফিস জানিয়ছে, পঞ্চমী থেকে দশমীর মধ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

About Prabir Mondal

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *