টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রক্তের চাহিদা সবসময় লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যেভাবে বেড়েছে তাতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারন, রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান কম থাকে।
সেই কারনে একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রবিবার বর্ধমানের উল্লাস কেন্দ্রীয় গ্রন্থাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অ্যালোটিজ অ্যাসোসিয়েশন অফ উল্লাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মহিলা ও পুরুষ মিলে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। সেই সংগৃহীত রক্ত রশ্মি ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। অ্যালোটিজ অ্যাসোসিয়েশন অফ উল্লাসের সম্পাদক জয়দীপ নন্দী ও কমিটির সদস্য সমীর পাল জানান, প্রত্যেক বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এবছর নির্বাচনের কারনে তা পিছিয়ে গিয়ে এখন করা হচ্ছে।
Social