দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শুক্রবার ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। প্রখর গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ বঙ্গবাসী, আবার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতিও দেখা দিয়েছে। তাই এই বিশেষ দিনে রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে এবার এগিয়ে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ এবং সিআইএসএফ ইউনিট। এদিন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কলোনির ভেতর একটি ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিভিসি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকেরা এবং সিআইএসএফ ইউনিটের কর্মকর্তারা। এদিনের শিবির থেকে সংগৃহীত রক্ত বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তসংগ্রহ করেন। এই রক্তদান শিবিরে মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি প্রত্যেক রক্তদাতার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
