জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা কর্মসূচি উপলক্ষে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত জায়গায় সব মন্দির পরিষ্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন তারই পরিপ্রেক্ষিতে রবিবার মন্তেশ্বর বিধানসভার বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে পিপলন দুর্গা মন্দির, বরণডালা দক্ষিণপাড়া দুর্গা মন্দির, দেওয়ানিয়া শনি মন্দির সহ কুলজোড়া গ্রামের প্রায় শতাব্দীর প্রাচীন দিদি ঠাকুরের মন্দির ও মন্দির সংলগ্ন এলাকা খড়ের ঝাড়ু দিয়ে ও জল দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যম সহ রামচন্দ্রের ফেস্টুন নিয়ে মন্দির তলায় রামচন্দ্রের নামে স্লোগানে মুখরিত হয়ে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিজেপির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৈকত পাঁজা, মন্তেশ্বর বিধানসভার বিজেপির কনভেনার সুখেন ব্যানার্জি সহ বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির ৩০ থেকে ৩৫জন সক্রিয় কর্মী।
