টুডে নিউজ সার্ভিসঃ হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তাঁকে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তারপরেই উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। হয়তো শ্যুটিংয়েও নেমে পড়তে পারেন। সবাই জানেন, উনি একজন লড়াকু মানুষ। কামব্যাক করা ওঁর জীবনের বৈশিষ্ট্য। মিঠুনদাকে দেখে আবার সেই পুরনো মিঠুনদাই মনে হল। উনি তো কাল থেকেই শ্যুটিংয়ে নেমে পড়তে চাইছিলেন। চিকিৎসকরাই বলেছেন একটা দিন বিশ্রাম নিয়ে নামতে। খুব তাড়াতাড়ি আমাদের সবার প্রিয় মিঠুনদাকে আবার পর্দায় এবং অন্যান্য জায়গাতেও দেখতে পাব।’’
Tags district Health Politics west bengal
Check Also
আবাসের টাকা পেতে দিতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা! শোরগোল আলিপুরে
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার …
Social