কৌশিক গাঙ্গুলি, বীরভূমঃ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রায় ৫৫ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন বৃহস্পতিবার। সূত্রে জানা যায়, ৫৫ জন এর মধ্যে কিছু নতুন ভোটার। এদিন দুবরাজপুরে ধর্মশালায় তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি জানান, আজকে আরও একটি বড় গ্রুপের সাথে কথা হবে তারাও আগামী ১-২ দিনের মধ্যে বিজেপিতে যোগদান করবে।
গত বুধবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়নপুর অঞ্চলের ঘাট গোপালপুর গ্রামে প্রায় ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সে প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, তারা কোনোদিন বিজেপিতে ছিল না, তারা তৃণমূল ছিল। বিজেপিতে এমন কেউ নেই যে এই সময় তৃণমূলে যাবে।