আসন্ন লোকসভা নির্বাচনে অন্যান্য দল যখন সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনও ঘোষণা করতে পারেনি, তখন শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। গত শনিবার বামেরাও প্রার্থী ঘোষণা করেছেন তাদের বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডঃ সুকৃতি ঘোষাল। কিন্তু এখনও পর্যন্ত এই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারলো না বিজেপি। যদিও বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই কেন্দ্রে দিলীপ ঘোষ ও রুদ্রনীল ঘোষ-এর নাম শোনা যাচ্ছিল। কিন্তু রবিবার সকাল থেকে দেখা গেল দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে এমনই পোস্ট সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়েছে। তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অপরদিকে অন্যান্য দল প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে কিন্তু বিজেপি এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করায় কর্মীদের মনোবল ভেঙে পড়ছে।
Tags burdwan district Politics west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social