টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম অপর এক যুবক। মৃত যুবকের নাম মঙ্গল হাজরা (২৬), বাড়ি শহর বর্ধমানের ২নং ইছলাবাদে। জখম যুবকের নাম মনোজ দে সে চিকিৎসাধীন নবাবহাট এলাকার এক বেসরকারি হাসপাতালে। মঙ্গল হাজরা-র পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে পুজো দেখার উদ্দেশ্যে বেরিয়েছিল রবিবার ভোররাত নাগাদ ফোন করলে জানতে পারে পালসিট জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় সে গুরুতর জখম হয়েছে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
