টুডে নিউজ সার্ভিস, ভূপতিনগরঃ ইডির পর এবার এনআইএ। তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।
আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই শুক্রবার রাতে ভূপতিনগরে গিয়ে শাসক দলের একাংশ গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলায় জখম হয়েছেন দু’জন আধিকারিক।
Social